Buscar
domingo, 08 de septiembre de 2024 07:08h.

চট্টগ্রামে খুন হলেন কলেজ শিক্ষিকা

চট্টগ্রামে নার্সিং কলেজের এক শিকিাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অঞ্জলী রানী দেবী (৫৭) নগরীর পাঁচলাইশের  টেলিপট্টি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

চট্টগ্রামে নার্সিং কলেজের এক শিকিাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অঞ্জলী রানী দেবী (৫৭) নগরীর পাঁচলাইশের  টেলিপট্টি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
গতকাল শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে নার্সিং কলেজে যাওয়ার পথে চকবাজার তেলেপট্টি লেনের কাছে তার ওপর হামলা হয় বলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান। গুরুতর অবস্থায় অঞ্জলী রানীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হামলার পর অঞ্জলীর পাশে ব্যাগ ও মোবাইল  ফোন পড়ে ছিল। সেগুলোও কেউ নিয়ে যায়নি। কারা এ হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 
নিহতের স্বামী ডাক্তার রাজেন্দ্র চৌধুরী জানান, তাদের দুই মেয়ের একজন ঢাকা মেডিক্যাল এবং অন্যজন চট্টগ্রাম মেডিক্যালের ছাত্রী। এলাকায় তাদের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানান তিনি।