Buscar
sábado, 02 de noviembre de 2024 00:17h.

রোববার সিলেটে হরতাল

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মুক্তির দাবিতে রোববার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মুক্তির দাবিতে রোববার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার বিকেলে জেলা ও মহানগর বিএনপির এক যৌথসভা শেষ এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২ নম্বর বাসা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিনকে ধরে নিয়ে যায় ডিবি।

পরে তাকে সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত শমসের মবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।