বার্সেলোনার জয়
ভ্যালেন্সিয়ার মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে লুইস এনরিকের দল বার্সেলোনা। ম্যাচের নব্বই মিনিটের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল পায় বার্সেলোনা।ম্যাচের প্রথমার্ধের চতুর্থ মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করে লুইস সুয়ারেজ। এরপর বলতে গেলে প্রথমার্ধে আর তেমন কোন আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। বার্সেলোনার তিন ত্রয়ী লিওনেল মেসি, সুয়ারেজ ও নেইমারও প্রথমার্ধে নিষ্প্রভ ছিলেন..................
ভ্যালেন্সিয়ার মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে লুইস এনরিকের দল বার্সেলোনা। ম্যাচের নব্বই মিনিটের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল পায় বার্সেলোনা।ম্যাচের প্রথমার্ধের চতুর্থ মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করে লুইস সুয়ারেজ। এরপর বলতে গেলে প্রথমার্ধে আর তেমন কোন আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। বার্সেলোনার তিন ত্রয়ী লিওনেল মেসি, সুয়ারেজ ও নেইমারও প্রথমার্ধে নিষ্প্রভ ছিলেন।দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াও পাল্টা আক্রমণ করতে থাকে। ৫৮ মিনিটে একটি দারুণ সুযোগ পেলেও সুয়ারেজ তা কাজে লাগাতে ব্যার্থ হন।৭০ মিনিটে অবশ্য ঠিকই বল জালে জড়িয়ে ছিলেন সুয়ারেজ, কিন্তু বিতর্কিত অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়।নির্ধারিত ৯০ মিনিটে খেলায় কোন গোল না হলে, যোগ করা ৩ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা।ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল পায় বার্সেলোনা। দূরের পোস্টে মেসির ভাসানো বল নেইমারের খুব কাছ থেকে হেড অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক আলভেস। ফিরতি বলে বুসকেতেসের শট আর ঠেকাতে পারেননি তিনি।আর এতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।