Buscar
domingo, 08 de septiembre de 2024 07:08h.

মেসি চেলসিতে? মিথ্যা মোরিনহো

হোসে মোরিনহোর সঙ্গে রিয়েল মাদ্রিদের সম্পর্ক তেমন ভাল নয়৷‌ মোরিনহো চেলসিতে যোগ দেওয়ার আগে থেকেই খুঁটিনাটি নিয়ে ঝামেলা লেগেই রয়েছে৷‌ ফের একবার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি৷‌ একই সঙ্গে ফিফা ব্যালন ডি’ওর পুরস্কার নিয়ে বিরক্ত স্বঘোষিত ‘স্পেশাল’ কোচ৷‌ সম্প্রতি ব্যালন ডি’ওর পুরস্কার নিয়ে প্লাতিনির সঙ্গে ঝামেলা লেগেছে রিয়েল মাদ্রিদের৷‌ যা একেবারেই মেনে নিতে পারছেন না মোরিনহো৷‌...........

হোসে মোরিনহোর সঙ্গে রিয়েল মাদ্রিদের সম্পর্ক তেমন ভাল নয়৷‌ মোরিনহো চেলসিতে যোগ দেওয়ার আগে থেকেই খুঁটিনাটি নিয়ে ঝামেলা লেগেই রয়েছে৷‌ ফের একবার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি৷‌ একই সঙ্গে ফিফা ব্যালন ডি’ওর পুরস্কার নিয়ে বিরক্ত স্বঘোষিত ‘স্পেশাল’ কোচ৷‌ সম্প্রতি ব্যালন ডি’ওর পুরস্কার নিয়ে প্লাতিনির সঙ্গে ঝামেলা লেগেছে রিয়েল মাদ্রিদের৷‌ যা একেবারেই মেনে নিতে পারছেন না মোরিনহো৷‌ সাফ বলছেন, ‘ব্যালন ডি’ওর-এর মতো ট্রফি ফুটবলের জন্য ভাল নয়৷‌’ কেন? ‘ব্যালন ডি’ওর পুরস্কার দেখে আমার মাঝে মাঝে মনে হয় ফুটবলারদের মধ্যে থেকে আলাদা করে তারকা খুঁজে বের করা হচ্ছে৷‌ কাউকে কাউকে বাকিদের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে৷‌ আমার ক্লাবে আমি এটা একেবারেই চাই না৷‌ তাই ব্যালন ডি’ওর পুরস্কারটাকে একেবারেই পাত্তা দিই না’, মম্তব্য তাঁর৷‌ নিজের কথার গুরুত্ব বাড়াতে এর পর চেলসির উদাহরণ টেনে এনেছেন মোরিনহো৷‌ বলেন, ‘আমাদের এখানে কেউ ব্যালন ডি’ওর নিয়ে ভাবে না৷‌ কোনও ফুটবলারই এই ট্রফিটা জিততে মরিয়া নয়৷‌ সেস ফাব্রেগাস, ইডেন হ্যাজার্ডের কথাই ধরুন না৷‌ আমার মনে হয় ব্যালন ডি’ওর নিয়ে ওরা বিন্দুমাত্র আগ্রহী নয়৷‌ ওরা সবসময় দলের কথা ভাবে৷‌ ভাবে কীভাবে দলকে আরও বেশি সাহায্য করা যায়, ভাল খেলা যায়, প্রতিটা ম্যাচ জেতা যায়৷‌’ ইংল্যান্ডের সংবাদমাধ্যমে এখন সব থেকে বড় খবর লিও মেসির দলবদল৷‌ রেকর্ড অঙ্কের টাকায় নাকি চেলসিতে আসতে পারেন মেসি৷‌ মোরিনহোর কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, ‘সংবাদমাধ্যম এখন আগের মতো নেই৷‌ ফুটবলের মতো সেখানেও অনেক বদল এসেছে৷‌ আর এই বদলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, এখন লোকেরা চট করে সব কথায় বিশ্বাস করে নেয়৷‌ এখন ভুল খবরকে ছড়িয়ে দেওয়া খুব সহজ৷‌ কারণ খবরের সত্যতা যাচাই করা হয় না৷‌ মেসি চেলসিতে আসছে, খবরটা স্বাভাবিকভাবেই মিথ্যে৷‌’ মোরিনহোর প্রাক্তন ছাত্র, বার্সিলোনার প্রাক্তন ফুটবলার ডেকো যদিও মনে করেন, ‘মেসি শেষ পর্যম্ত বার্সা ছাড়বে৷‌’