Buscar
viernes, 06 de diciembre de 2024 02:58h.

মাথায় আঘাতের স্থানে টিস্যু চেপে মাঠ ছাড়ছেন মেসি

ভ্যালেন্সিয়ার মাঠে রোববার খেলতে যায় বার্সেলোনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বুসকেটসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বুসকেটসের জয়োল্লাসের সময় গ্যালারি থেকে মেসিকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারা হয়।বোতলটি মেসির মাথায় আঘাত করে। এতে মেসি মারাত্মক কোনো ইনজুরির সম্মুখীন না হলেও বিষয়টি নিয়ে সিরিয়াস ভ্যালেন্সিয়া। তারা বোতল ছুড়ে মারা সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে। .....................

mesiaaaa
mesiaaaa

ভ্যালেন্সিয়ার মাঠে রোববার খেলতে যায় বার্সেলোনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বুসকেটসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বুসকেটসের জয়োল্লাসের সময় গ্যালারি থেকে মেসিকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারা হয়।বোতলটি মেসির মাথায় আঘাত করে। এতে মেসি মারাত্মক কোনো ইনজুরির সম্মুখীন না হলেও বিষয়টি নিয়ে সিরিয়াস ভ্যালেন্সিয়া। তারা বোতল ছুড়ে মারা সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে। পাশাপাশি তারা এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছে।ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যে ব্যক্তি মেসিকে বোতল ছুড়ে মেরেছে তাকে শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তাদেরকে এই স্টেডিয়ামে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ভ্যালেন্সিয়া জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। পাশাপাশি লা লিগায় সংবিধানে যে নিরাপত্তার কথা বলা হয়েছে, সেগুলো পুরোপুরি মান্য করা হবে।’