Buscar
sábado, 05 de octubre de 2024 04:51h.

১৪ দিনের জেল হেফাজতে মদন মিত্র

ফের ১৪ দিনের জেল হেফাজত হল পরিবহণমন্ত্রী মদন মিত্রের। ফলে আগামী ৩০ তারিখ পর্যন্ত আলিপুর জেলেই থাকবেন মন্ত্রী।

madan_mitra_police-custody
madan_mitra_police-custody

ফের ১৪ দিনের জেল হেফাজত হল পরিবহণমন্ত্রী মদন মিত্রের। ফলে আগামী ৩০ তারিখ পর্যন্ত আলিপুর জেলেই থাকবেন মন্ত্রী। পাশাপাশি, জেলে গিয়ে মন্ত্রীকে জেরা করার জন্য সিবিআইয়ের আবেদনও মঞ্জুর করা হয়েছে। বিচারকের এই নির্দেশের পর আদালত চত্বরে চরম বিশৃঙ্খলা দেখান মদন-অনুগামীরা। শেষ বার আদালতে দাঁড়িয়ে মন্ত্রী দাবি করেছিলেন সারদা কাণ্ডে এক টাকাও নেননি তিনি। তবে সিবিআই যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। মন্ত্রীর তরফ থেকে এ দিনও জামিনের আবেদন জানানো হয়। সমস্ত কিছু শোনার পর মদন মিত্রকে ফের জেল হেফাজতেরই নির্দেশ দেন বিচারক । আগামী ১৭ জানয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে সিবিআই আধিকারিকরা আলিপুর জেলে গিয়ে মদন মিত্রকে জেরা করতে পারে বলে তিনি জানান। আগের বারের মতো এ বারেও আদালত চত্বরে ছিল মদন সমর্থকদের ভিড়। মন্ত্রী এবং তাঁর গাড়ি লক্ষ করে চলতে থাকে পুষ্পবৃষ্টি। বিচরকের সামনেই চলতে থাকে স্লোগান। কোর্ট লকআপের সামনে পুলিশকে প্রায় সরিয়ে ভিড় করেন মন্ত্রীর অনুগামীরা। আদালতে প্রবেশের আগে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’’ বলে জনগণের উদ্দেশ্যে মদন মিত্রের মন্তব্য, “তৃণমূল থাকবে, তৃণমূল লড়বে।’’