Buscar
miércoles, 29 de marzo de 2023 12:32h.

কেনিয়ায় ৩৬ খনি শ্রমিককে গুলি করে হত্যা

এক সপ্তাহ যেতে না যেতেই কেনিয়ার মানদেরা শহরে মঙ্গলবার সকালে ফের হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তরের এ শহরে ৩৬ খনি শ্রমিককে হত্যা করেছে তারা।কীভাবে হবেন উচ্চ আদালতের আইনজীবী হত্যার দায় স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব।সেখানকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা রাতে যখন খনির পাশেই শিবিরে ঘুমিয়ে ছিল, তখন তাদের আটক করা হয়। ........................

এক সপ্তাহ যেতে না যেতেই কেনিয়ার মানদেরা শহরে মঙ্গলবার সকালে ফের হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তরের এ শহরে ৩৬ খনি শ্রমিককে হত্যা করেছে তারা।কীভাবে হবেন উচ্চ আদালতের আইনজীবী হত্যার দায় স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব।সেখানকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা রাতে যখন খনির পাশেই শিবিরে ঘুমিয়ে ছিল, তখন তাদের আটক করা হয়। তাদের মধ্যে থেকে প্রথমে অমুসলিমদের পৃথক করা হয়। এরপর তাদের অধিকাংশকে গুলি করে হত্যা করা হয়। কেনিয়ান রেডক্রস তাদের টুইটার বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী ও তাদের নিজেদের একটি দল পৌঁছেছে। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, তাদের প্রত্যেকের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং চারজনকে শিরশ্ছেদ করা হয়েছে। এ ঘটনার একদিন আগে সোমবার রাতে একটি বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে হত্যা ও ১২ জনকে জখম করা হয়।  গত সপ্তাহে এ মানদেরা শহরের একটি বাস থেকে অমুসলিমদের আলাদা করে তাদের ২৮ জনকে গুলি করে হত্যা করে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব।