ওবামার কন্যা গর্ভবতী!
অমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ষোড়শী কুমারী কন্যা মালিয়া নাকি গর্ভবতী! এমন খবর জানিয়েছে চটুল সংবাদমাধ্যম অ্যাম্পায়ার নিউজ। সংবাদটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুমুল আলোচিত হচ্ছে। তবে এ নিয়ে বিতর্ক ও সমালোচনাও কম হচ্ছে না। বিশ্বের প্রভাবশালী দেশের প্রেসিডেন্টের মেয়ে বলে কথা।...................
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ষোড়শী কুমারী কন্যা মালিয়া নাকি গর্ভবতী! এমন খবর জানিয়েছে চটুল সংবাদমাধ্যম অ্যাম্পায়ার নিউজ।
সংবাদটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুমুল আলোচিত হচ্ছে। তবে এ নিয়ে বিতর্ক ও সমালোচনাও কম হচ্ছে না। বিশ্বের প্রভাবশালী দেশের প্রেসিডেন্টের মেয়ে বলে কথা।
অ্যাম্পায়ার নিউজের খবরে বলা হয়, হোয়াইট হাউস প্রতিষ্ঠার পর এবারই সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটতে যাচ্ছে সেখানে। কারণ প্রেসিডেন্টের কুমারী কন্যা মালিয়া মা হতে চলেছে!
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার উদ্ধৃতিও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘কিশোরীর গর্ভবতী হওয়া একটি সাধারণ বিষয়। এ নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই। এমনকি প্রেসিডেন্টও বিষয়টি জানেন।’ পরে অবশ্যও মিশেলের ওই উদ্ধতি ভুয়া বলে প্রমাণিত হয়। এ খবরটি গুজব বলেও উড়িয়ে দিয়েছে মূলধারার মার্কিন সংবাদমাধ্যমগুলো।
বিতর্ক যেন প্রেসিডেন্ট ওবামার মেয়েদের পিছু ছাড়ছেই না। দিন কতক আগে মালিয়া ও সাশার পোশাক নিয়ে রিপাবলিকান পার্টির এক নেত্রীর বিতর্কিত মন্তব্য ওবামা দম্পতিকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। এবার মালিয়ার গর্ভবতী হওয়ার খবর। নিঃসন্দেহে এটিও একই সমস্যায় ফেলবে প্রেসিডেন্ট-পরিবারকে।