Buscar
miércoles, 16 de julio de 2025 01:32h.

আইফেল টাওয়ারের নিচে বিক্ষোভে ভেড়ার পাল!

ফ্রান্স

মানুষের মত ভেড়ারাও শিখছে প্রতিবাদের ভাষা! তাও আবার আইফেল টাওয়ারের সামনে।রোজ বাড়ছে নেকড়ের আক্রমণ। তার পরেও কেন চুপ সরকার। দাবি তুলল প্রতিবাদী মেষেরা!.........

 

মানুষের মত ভেড়ারাও শিখছে প্রতিবাদের ভাষা! তাও আবার আইফেল টাওয়ারের সামনে।

রোজ বাড়ছে নেকড়ের আক্রমণ। তার পরেও কেন চুপ সরকার। দাবি তুলল প্রতিবাদী মেষেরা!

জীবিকার জন্য অভিনব প্রতিবাদ করলেন ফরাসী মেষ পালকরা। পোষ্য ভেড়াদের হাজির করলেন বিক্ষোভে।

নেকড়েদের প্রতি বেশি সদয় সরকার।  ভেড়ার পাল উপেক্ষিত। এমনটাই দাবি ফ্রান্সের মেষ পালকদের। প্রতিদিন ভেড়ার উপর হামলা করছে নেকড়ের দল।

এ বছরেই ৪৫০০ মতো হামলা হয়েছে। মেষ পালকদের দাবি, এর পরেও নেকড়ে নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে না সরকার। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কিছু দিনের মধ্যে বেকার হয়ে যাবেন অনেকে।